এসএসসি পরীক্ষা ২০২২ খাতা দেখা শুরু | শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ
চলতি বছরের এসএসসি পরীক্ষা ২০২২ এর খাতা শিক্ষকের নিকট চলে এসেছে, শিক্ষকরা পরীক্ষার খাতা দেখা শুরু করেছেন। কিভাবে দেখছেন পরিক্ষার খাতা?
মূলত চলতি বছর এসএসসি পরীক্ষা গত ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। ইতিমধ্যে ১ অক্টোবর উচ্চতর গনিত এর মাধ্যমে পরীক্ষা শেষ হয়।
শুধুমাত্র দিনাজপুর বোর্ডের পরীক্ষা স্থগিত হয়েছে। যা আগামী ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে শুরু হওয়ার কথা।
প্রতিটি শিক্ষা বোর্ডের আওতাধীন নির্দিষ্ট শিক্ষকরা এসএসসি পরীক্ষায় বিভিন্ন বিষয়ে খাতা দেখবে এবং সেই নম্বর শিক্ষা বোর্ডের কাছে পাঠাবে। যার উপর নির্ভর করে ফলাফল প্রকাশ করা হবে।
এবার ফলাফল প্রকাশ নিয়ে অনেকগুলো স্তর তৈরি হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে সাবজেক্টে ম্যাপিং এবং পরীক্ষার মাধ্যমে রেজাল্ট প্রকাশ হবে।
সাবজেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে যে সকল বিষয় গুলো জেএসসি থেকে নেয়া হবে সেখানে রেজাল্ট সরাসরি থেকে 100% চলে আসবে।
এছাড়াও যে সকল বিষয়ে এসএসসি পরীক্ষা হয়েছে সেই বিষয়গুলোর সৃজনশীল খাতা শিক্ষকরা দেখবেন এবং নির্বাচনী প্রশ্নের উত্তর পত্র কম্পিউটারের মাধ্যমে দেখা হবে।
এভাবে তাদের রেজাল্টও তৈরি হবে। এক্ষেত্রে শিক্ষকদের সাথে কথা বলে জানতে পারা যায় এসএসসি পরীক্ষার খাতা কেমন করে দেখা হচ্ছে?
একাধিক শিক্ষক জানায় চলতি বছর এসএসসি পরীক্ষা শিক্ষার্থীরা কিছুটা হলেও লিখেছে তাদেরকে সেখানে নাম্বার দেয়া হচ্ছে। যারা সুন্দর ভাবে প্রশ্নের উত্তর দিয়েছে তাদেরকে সম্পূর্ণ নম্বর দেয়া হচ্ছে।
তাছাড়া যেসব শিক্ষার্থীরা একদমই লিখতে পারেনি তাদেরকে নম্বর দেওয়া হচ্ছে না।
কারণ শিক্ষকরা দাবি করছে লিখে নাম্বার দেওয়া সম্ভব নয়। যদি সে লিখে থাকে পরীক্ষার খাতায় তাহলে তাকে নাম্বার দেওয়ার সর্বোচ্চ চেষ্টা শিক্ষকরা করে থাকে।
এক্ষেত্রে শিক্ষকরা আরো বলেন আপাতত শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে শিক্ষার্থীদের কে এক বা দুই নম্বর দিয়ে ভালো রেজাল্ট করে দেওয়ার জন্য বা যারা পাস করবে না তাদেরকে এক বা দুই নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়ার জন্য। যাতে করে পাশের হার টা স্বাভাবিক থাকে।
এবার অনেক ধরনের সমস্যার মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নিয়েছে এবং পরীক্ষা অনেকেই ভালো দিতে পারেনি। যার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এক্ষেত্রে নৈবিত্তিকে কোন ধরনের নাম্বার বাড়ানো হবে কিনা জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় জানায় নৈবিত্তিকে সম্পন্ন বিষয়টি মেশিনের মাধ্যমে দেখা হবে। তাই এখানে কোন ধরনের নম্বর সুযোগ নেই এবং যদি নম্বর বাড়ানো হয় তা কখনো সামনে আনা হবে না।
এই আর্টিকেল টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে কোন অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন, যথাক্রমে সকল কমেন্টের উত্তর দেওয়া হবে।
