এসএসসি ২০২২ এর পরে ডিপ্লোমা বা কারিগরি শিক্ষা বা এইচএসসি কি পড়বেন? এসএসসির পর কোথায় কোন গ্রুপে ভর্তি হবেন | After SSC 2022 diploma or technical education or HSC what will you study

এসএসসি ২০২২ এর পরে ডিপ্লোমা বা কারিগরি শিক্ষা বা এইচএসসি কি পড়বেন? এসএসসির পর কোথায় কোন গ্রুপে ভর্তি হবেন, কোন গ্রুপে পড়লে ভালো হবে?
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
আসসালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজ আপনাদের কাছে একটা নতুন আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। তাই কথা না বাড়িয়ে চলুন সরাসরি আর্টিকেলটির মুল অংশে প্রবেশ করি। আজকের আর্টিকেল এর মূল বিষয় হলোঃ

এসএসসি ২০২২ এর পরে ডিপ্লোমা বা কারিগরি শিক্ষা বা এইচএসসি কি পড়বেন? এসএসসির পর কোথায় কোন গ্রুপে ভর্তি হবেন | After SSC 2022 diploma or technical education or HSC what will you study


এসএসসির পর কোথায় এবং কোন গ্রুপে ভর্তি হবে? জেনারেল না কারিগরি কোথায় পড়লে বেশি ভালো হয়?


এসএসসি ২০২২ এর পরে ডিপ্লোমা বা কারিগরি শিক্ষা বা এইচএসসি কি পড়বেন? এসএসসির পর কোথায় কোন গ্রুপে ভর্তি হবেন | After SSC 2022 diploma or technical education or HSC what will you study



আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা SSC বা মাধ্যমিক পাস পরবর্তী সময়ে গ্রুপ বেছে নেয়া, কোর্স বেছে নেয়া সম্পর্কে ধারণা নিতে পারবেন।  যা SSC বা মাধ্যমিক পরবর্তী ভর্তি সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। 

এসএসসি বা মাধ্যমিক পরবর্তী সময়ে কোন কোন লাইনে পড়া যায়?


এইচএসসি বা জেনারেল লাইনঃ


এ শিক্ষার ক্ষেত্রে এসএসসি পাস করে একজন শিক্ষার্থী ০২ বছরের এইচএসসি ও ৪ বছরের অনার্স পাস করে মোট ৬ বছর পড়া শেষ করে চাকরির বাজারে প্রবেশের জন্য প্রস্তুতি নেন।

টেকনিক্যাল বা কারিগরি লাইনঃ


কারিগরি শিক্ষার ক্ষেত্রে এসএসসি পাস করার পর একজন শিক্ষার্থী সরাসরি ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষা গ্রহণ করেন এবং  সাধারণ শিক্ষার্থীর তুলনায় ২ বছর আগেই উপসহকারী প্রকৌশলী হিসেবে চাকরির বাজারে প্রবেশ করতে পারেন।

এছাড়াও কারিগরি কোর্সের শিক্ষার্থীরা হাতে কলমে প্রশিক্ষন পাওয়ার পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের মাধ্যমে সরাসরি বা বেসরকারি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার পেয়ে থাকেন।

ক্যারিয়ারের শুরুটা মাধ্যমিক থেকেইঃ


আমাদের সকলের ক্যারিয়ার প্ল্যানিং শুরু করা উচিত মাধ্যমিক বা তার আগে থেকেই। তখন থেকে ভাবা করা উচিত কোন শিক্ষা মাধ্যমের ডিমান্ড ৪-৫ বছর পর অনেক ভাল থাকবে। সে শিক্ষা গ্রহণ করতে চাইলে, যে সকল কাজ করতে হবে, সেসব কাজে আগ্রহ আছে কিনা, কাজগুলো পছন্দ কি না। তারপর ভাবতে হবে সে কাজ করার জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষাতেও কিছু শেখানো হচ্ছে কি না। নিদৃষ্ট ঐ শিক্ষা নিতে চাইলে আগেই কী কী শেখা দরকার তা শিখতে হবে।

তবে প্ল্যানিং এর সবচেয়ে বড় বিষয় হলো পছন্দ। অর্থাত যে বিষয়গুলো বা কাজগুলো বা যে লাইনের পড়ালেখা আপনার ভালো লাগে সেদিকেই যেতে হবে। কারো কথা শুনে বা চাপিয়ে দেয়া পথে গেলে আপনারও মানসিক শান্তি আসবে না এবং ভবিষ্যতে ভালো কিছু করাও মুশকিল হয়ে যাবে।

আসুন এখন দেখা যাক এসএসসির পর কি কি পড়ার সুযোগ আছে।


  • এইচএসসি 
  • ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং 
  • নাসিং ও প্যারামেডিক্যাল ডিপ্লোমা

এইচএসসি বা উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পর্কে বিস্তারিতঃ


এসএসসি পাস করার পর একজন শিক্ষাথী,আর ক্যারিয়ার প্রতিষ্ঠার জন্য ভালো কলেজে ভর্তি হতে চায় । বিসিএস ক্যাডার হতে হলে এই ধাপ দিয়ে যেতে হবে। সকল বিসিএস ক্যাডার কিন্তু এই এইচএসসি শেষ করে, গ্রাজুয়েশন সম্পন্ন করে, তারপর বিসিএস এ অংশগ্রহন করে। এইচএসসি ২ বছরের ।এই এইচএসসিতে বাংলাদেশের 95% ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে থাকে।

এইচএসসি করার পর যা যা করতে পারবেঃ


  • যে কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি সুযোগ পাবে । বিসিএস ক্যাডার হতে হলে এই ধাপ পার করতে হবে, তারপর গ্রাজুয়েশন সম্পন্ন করে বিসিএস ক্যাডার হতে পারবে।
  • অনার্স ও ডিগ্রী করতে চাইলে এইচএসসি পাস করতে হবে অবশ্যই। 
  • বিএসসি ইন নাসিং করতে পারবেন।
  • সরকারী 95% চাকরির জন্য আবেদন করা যায়।
  • ঢাকা ইউনিভার্সিটির অধীনে ৭ কলেজ ভর্তির সুযোগ পাবে।

এইগুলো ছাড়া আরো অনেক কিছু আছে।


এইচএসসি তে কি গ্রুপ পরিবর্তন করা যায়?


অনেকে বলেছেন যে, ভাইয়া আমি এসএসসিতে বিজ্ঞান বিভাগ ছিলাম, এখন আমি আটর্স নিতে চাচ্ছি। এখন কি করবো ??

সবার আগে তোমার স্বপ্ন ঠিক করে নিতে হবে। ক্যারিয়ার গড়তে হলে সপ্ন দেখতে হবে তুমি কি হতে চাও । তার উপর নির্ভর করবে তোমার পরবর্তী পদক্ষেপ । আবার এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পড়তে হলে প্রাইভেট পড়তে হয়। এখন তুমি কি প্রাইভেট করতে পারবে কি না?। যদি পরিবারের আর্থিক অবস্থা খারাপ বা বিজ্ঞান বিভাগের খরচ বহন করতে অক্ষম হয় তাহলে আটর্স নেওয়া ভালো । আবেগের বসে কখনো বিজ্ঞান বিভাগে পড়া যাবে না। এইচএসসি তে বিজ্ঞান বিভাগে পড়া অত্যন্ত ব্যায়বহুল।

এখন কথা হচ্ছে তুমি যে বিষয়ে ভালো রেজাল্ট করতে পারবে সেই গ্রুপ নিবে। আমার কথা তুমি যে দিকে ভালো পারবে সে দিকে অগ্রসর হবে। বিজ্ঞানের গুরুত্ব সবসময় বেশী। সকল জাগায় বিজ্ঞান বিভাগদের অগ্রাধিকার দিয়ে থাকে।তারপরও তোমার পছন্দই মূল।


ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং এর সুবিধা কি কি?


বর্তমান বিশ্বের দক্ষ ও যোগ্য মানুষ হয়ে উঠার জন্য প্রয়োজন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত। ক্যারিয়ার গঠনের জন্য কর্মমুখী শিক্ষা নেয়াটা বর্তমানে খুবই নির্ভরযোগ্য সিদ্ধান্ত। তথ্য প্রযুক্তির এ যুগে অর্থনৈতিক উন্নয়নের জন্য কর্মমুখী শিক্ষার কর্ম পরিধি ব্যাপক ও বিস্তৃত। তাই কর্মমুখী শিক্ষা নিয়ে ক্যারিয়ার গড়তে চেয়ে এসএসসির পরে ভর্তি হতে পারেন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে।


ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং এ কি কি বিষয়ে পড়া যায়?


কারিগরি শিক্ষা বোর্ডে অধীনে সেমিস্টার ভিত্তিতে বিভিন্ন বিষয়ের ওপর পড়ানো হয়। উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে- 

  • সিভিল ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রুনিক্স ইঞ্জিনিয়ারিং
  • কম্পিউটার ইঞ্জিনিয়ারিং
  • আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
  • অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং
  • ফুড ইঞ্জিনিয়ারিং
  • এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং
  • রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ইঞ্জিনিয়ারিং
  • ইন্সট্রুমেন্টশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং
  • টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

এই বিষয়গুলোতে পড়ালেখা করে বসে থাকার সম্ভাবনা খুবই কম।


ডিপ্লমা ইন-ইঞ্জিনিয়ারিং ভর্তির যোগ্যতা?


কারিগরি শিক্ষা বোর্ডে অধীনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়তে চাইলে এসএসসি, দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি জন্য আবেদন করতে চাইলে গণিত বা উচ্চতর গণিত বিষয়ে জিপিএ ৩.০০সহ কমপক্ষে জিপিএ ৩.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।

এছাড়া বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তির জন্য গণিতে জিপিএ ২.০০ পেলেই চলবে।
ডিপ্লোমা কোর্সে ভর্তি যুগোপযোগী সিদ্ধান্ত। কেননা, বর্তমান যুগে কারিগরি শিক্ষার পরিধি দিন দিন বাড়ছে। বাড়ছে কর্মক্ষেত্রের পরিধিও। বিশেষত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সটি শিক্ষার্থীদের জন্যে আশীর্বাদস্বরূপ বলতে হয়। কেননা, এ কোর্সে পড়াশোনা করে বেকার থাকার সম্ভাবনা খুব কম।

তাই এসএসসির পর চাইলে কোনো শিক্ষার্থী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে পছন্দমতো বিষয়ে ভর্তি হতে পারে। এ কোর্সটি চার বছরমেয়াদী। একজন শিক্ষার্থী চারবছর পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকুরিতে ঢুকতে পারে ও বিএসসি করতে পারে এবং সহজে উচ্চ শিক্ষাগ্রহণ করার সুযোগ রয়েছে।


নার্সিং ও প্যারামেডিক্যাল ডিপ্লোমার সুবিধা কি কি?


নার্সিং  ডিপ্লমা মেয়েদের জন্য ভালো! বাংলাদেশে  এখন প্রায় সব জেলা-উপজেলা সহ সকল শহরে সরকারি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক গড়ে উঠেছে। প্রতিনিঢ়োত বেড়েই চলছে এসব হাসপাতালের সংখ্যা। তাই এসব প্রতিষ্ঠানে প্রতিবছরই নার্সের প্রয়োজন হয়। সরকারি প্রতিষ্ঠানগুলোতে নার্স নিয়োগ করে বাংলাদেশ সরকারের সেবা পরিদপ্তর।

একটি সেবামূলক পেশা হচ্ছে নার্সিং। যেখানে কাজ করে একদিকে যেমন মানুষের সেবা করা যায়, তেমনি এই পেশাতে উজ্জ্বল ভবিষ্যৎ গড়াও যায় খুব সহজে।

চাইলেই এ পেশায় আসতে পারেন আপনিও। এ পেশায় আসতে হলে এর ওপর ডিপ্লোমা–ইন–নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সটি করতে হবে। যাঁরা এ পেশায় আসতে চান, তাঁদের জন্য সুযোগ করে দিয়েছে নার্সিং ও মিডওয়াইফ অধিদপ্তর।

প্রতিষ্ঠানটি ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে তিন বছর মেয়াদি ডিপ্লোমা–ইন–নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। দেশের মোট ৪৩টি সরকারি নার্সিং ইনস্টিটিউটে ২ হাজার ৫৮০টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করাবে।তাই এ কোর্সটি করে আপনিও এই সেবামূলক কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন।

জানিনা আপনাদের কতটুকু বুঝাইতে পেরেছি। তাই এই লিখাটা কেমন হয়েছে তা কমেন্ট করে বলে যাবেন।
আর পরিশেষে বলা যায় যে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিবেন।


এই আর্টিকেল টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে কোন অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন, যথাক্রমে সকল কমেন্টের উত্তর দেওয়া হবে।

About the Author

উইপোকা ব্লগে বিভিন্ন শিক্ষামূলক, বিসিএস প্রস্তুতি, সকল চাকরির সার্কুলার পোস্ট করা হয়। প্রতিটি ব্লগ পোস্টের মাধ্যমে, আমরা একটি ক্রমবর্ধমান অনলাইন ওয়েবসাইট তৈরি করার জন্য কাজ করছি।

Post a Comment

ব্যাকলিংক পাওয়ার উদ্দেশ্য নিয়ে কোন কারণ ছাড়া লিংকিং কমেন্ট করা হলে সেই সকল কমেন্ট অনুমোদন করা হবে না। তবে যুক্তিসঙ্গত কারনে লিংলিংক কমেন্ট করলে সেগুলো যাচাই বাছাই করার পর অনুমোদন করা হবে। তাছাড়া আমরা সবসময় জিরো স্প্যামিং নীতি অনুসরণ করি।উইপোকার সাথে থাকার জন্য ধন্যবাদ

স্বীকারোক্তি

এই ওয়েবসাইটে উপস্থাপিত সমস্ত তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়। পোস্ট লেখার সময় অসাবধানতাবশত আমাদের অনিচ্ছাকৃত ভুল হতে পারে। যেকোনো অপ্রীতিকর ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং কোনো প্রকার ভুল তথ্যের জন্য UiPoka.Com দায়ী নয়।

আপনি যদি কোনো ভুল তথ্য দেখতে পান তাহলে অবিলম্বে আমাদের জানান। আমরা দ্রুত এটি ঠিক করার চেষ্টা করবো। অভিযোগ করতে এখানে ক্লিক করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.