শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ১০০+ প্রশ্ন উত্তর ২০২২ | Sheikh Russell Quiz Competition 100+ Questions Answers 2022
বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রতি বছর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এই কুইজ প্রতিযোগিতায় মূলত ৯ থেকে ১৮ বছরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে। বিজয়ীদের জন্য থাকে একাধিক ল্যাপটপ ত্যাব এবং উন্নতমানের স্মার্ট ফোনের মতো আকর্ষণীয় পুরষ্কার।
প্রশ্ন ১ঃ শেখ রাসেলের জন্মদিন কবে?
উত্তরঃ ১৮ অক্টোবর ১৯৬৪ সালে।
প্রশ্ন ২ঃ শেখ রাসেল এর পিতার নাম কি?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন ৩ঃ শেখ রাসেল এর মাতার নাম কি?
উত্তরঃ বেগম ফজিলাতুন্নেছা মুজিব।
প্রশ্ন ৪ঃ শেখ রাসেলের মৃত্যু কবে হয়েছিল?
উত্তরঃ ১৯৭৫ সালের ১৫ আগস্ট।
প্রশ্ন ৫ঃ শেখ রাসেলের মৃত্যু কোথায় হয়?
উত্তরঃ শেখ রাসেলের মৃত্যু হয় ঢাকার ধানমন্ডিতে।
প্রশ্ন ৬ঃ শেখ রাসেল কোন শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন?
উত্তরঃ চতুর্থ শ্রেণি পর্যন্ত।
প্রশ্ন ৭ঃ শেখ রাসেল কোন স্কুলে লেখাপড়া করেছেন?
উত্তরঃ শেখ রাসেল ইউনিভার্সিটি অফ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে লেখাপড়া করেছেন?
প্রশ্ন ৮ঃ শেখ রাসেলের আদি নিবাস কোথায়?
উত্তরঃ গোপালগঞ্জ।
প্রশ্ন ৯ঃ শেখ রাসেলরা কয় ভাই বোন ছিলেন এবং তাদের নাম কি কি?
উত্তরঃ পাঁচ ভাই-বোন। তাদের নামগুলো হলেও শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল।
প্রশ্ন ১০ঃ শেখ রাসেলের মৃত্যুর কারণ কি ছিল?
উত্তরঃ হত্যা।
প্রশ্ন ১১ঃ শেখ রাসেলের বড় বোন কে এবং তার উপাধি কি?
উত্তরঃ শেখ হাসিনা। তিনি বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী।
প্রশ্ন ১২ঃ শেখ কামালের উপাধি কি?
উত্তরঃ বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন শেখ কামাল।
প্রশ্ন ১৩ঃ শেখ জামাল এর উপাধি কি?
উত্তরঃ ১৯৭১ সালের মুক্তিবাহিনীর সংগঠক ছিলেন শেখ কামাল।
প্রশ্ন ১৪ঃ শেখ রেহানার উপাধি কি?
উত্তরঃ শেখ রেহানা হলেন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ।
প্রশ্ন১৫ঃ শেখ রাসেল কে কিভাবে হত্যা করা হয়?
উত্তরঃ শেখ রাসেলকে ব্রাশফায়ার করে হত্যা করা হয়।
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ১০০+ প্রশ্ন উত্তর ২০২২ | Sheikh Russell Quiz Competition 100+ Questions Answers 2022
প্রশ্ন ১৬ঃ শেখ রাসেলের ব্যক্তিগত কর্মচারীর নাম কি ছিল?
উত্তরঃ এ এফ এম মহিতুল ইসলাম।
প্রশ্ন ১৭ঃ হত্যাকাণ্ডের দিন দৌড়ে গিয়ে শেখ রাসেল মহিতুল ইসলামকে কি বলেছিল?
উত্তরঃ ভাইয়া আমাকে মারবে না তো? শেখ রাসেল কান্নাকাটি করে বলেছিল আমি মায়ের কাছে যাবো!
প্রশ্ন ১৮ঃ শেখ রাসেল ক্রীড়া চক্র বলতে কী বুঝায়?
উত্তরঃ শেখ রাসেল ক্রীড়া চক্র বলতে বাংলাদেশের একটি ফুটবল ক্লাব কে বোঝায়। যা শেখ রাসেল ক্রীড়া চক্র নামে অভিহিত করা হয়েছে। উক্ত ক্লাবের দলটি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলে থাকেন।
প্রশ্ন ১৯ঃ শেখ রাসেল ক্রীড়া চক্রের পূর্ণ নাম কি?
উত্তরঃ শেখ রাসেল ক্রীড়া চক্র, ঢাকা।
প্রশ্ন ২০ঃ শেখ রাসেল ক্রীড়া চক্র কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ .১৯৯৫ সালে।
প্রশ্ন ২০ঃ শেখ রাসেল ক্রীড়া চক্র কেন প্রতিষ্ঠা করা হয় ?
উত্তরঃ শেখ রাসেলের স্মৃতি ধরে রাখার জন্য শেখ রাসেল ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করা হয়।
প্রশ্ন ২১ঃ শেখ রাসেল ক্রীড়া চক্র বাংলাদেশের কখন, কবে এবং কোথায় খেলার মাধ্যমে যাত্রা শুরু করে?
উত্তরঃ ১৯৯৫সালে পাইওনিয়ার ফুটবল লিগে খেলার মাধ্যমে এর মাধ্যমে প্রথম যাত্রা শুরু করে।
প্রশ্ন ২২ঃ শেখ রাসেলকে কত বছর বয়সে বন্দী জীবন কাটাতে হয়?
উত্তরঃ সাত বছর বয়সে।
প্রশ্ন ২৩ঃ কত বছর বয়সে রাসেলের পিছনে গোয়েন্দা লেগেছিল?
উত্তরঃ মাত্র দেড় বছর বয়সে।
প্রশ্ন ২৪ঃ “বাপের পিছনে গোয়েন্দা লাগে 28 বছর বয়সে মাত্র দেড় বছর বয়সের ছেলের পিছনে“ উক্তিটি কার ছিল?
উত্তরঃ শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর।
প্রশ্ন ২৫ঃ শেখ রাসেলকে কোথায় বন্দী করে রাখা হয়?
উত্তরঃ ঢাকার ধানমন্ডি 18 নম্বর বাড়িতে।
প্রশ্ন ২৬ঃ ২৬শে মার্চ বঙ্গবন্ধু গ্রেফতার হওয়ার পর রাসেলের পরিবার কোথায় আশ্রয় নিয়েছিলেন?
উত্তরঃ পাশের বাসায়।
প্রশ্ন ২৭ঃ শেখ রাসেলের প্রথম কারাগার দেখা হয় কবে?
উত্তরঃ ১৯৬৬ সালের ৮ই মে।
প্রশ্ন ২৮ঃ শেখ রাসেলের জন্মের সময় বঙ্গবন্ধু উপাধি কি ছিল?
উত্তরঃ পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ১০০+ প্রশ্ন উত্তর ২০২২ | Sheikh Russell Quiz Competition 100+ Questions Answers 2022
প্রশ্ন ২৯ঃ বিশ্ব শিশু দিবস কবে পালিত হয়?
উত্তরঃ প্রতিবছর ১৭ই মার্চ বিশ্ব শিশু দিবস পালিত হয়।
প্রশ্ন ৩০ঃ “আমাদের ছোট্ট রাসেল সোনা” বইটির রচয়িতা কে?
উত্তরঃ শেখ হাসিনা।
প্রশ্ন ৩১ঃ “আমাদের ছোট্ট রাসেল সোনা” বইটি কবে প্রকাশিত হয়?
উত্তরঃ বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে।
প্রশ্ন ৩২ঃ বইটিতে শেখ রাসেলের স্মৃতিকথা কে লিখেছিলেন?
উত্তরঃ শেখ হাসিনা ও শেখ রেহানা।
প্রশ্ন ৩৩ঃ শেখ রাসেলের জন্মের সময় বঙ্গবন্ধু কোথায় ছিলেন ?
উত্তরঃ চট্টগ্রামে।
প্রশ্ন ৩৩ঃ শেখ রাসেলের জন্ম হয় কোন সময়ে?
উত্তরঃ রাত দেড়টায়।
প্রশ্ন ৩৪ঃ শেখ রাসেলের জন্মের খবর প্রধানমন্ত্রীকে কে দিয়েছিলেন?
উত্তরঃ তার ফুফু।
প্রশ্ন ৩৫ঃ জন্মের পর রাসেল দেখতে কেমন ছিল?
উত্তরঃ ফুটফুটে পুতুলের মত।
প্রশ্ন ৩৬ঃ একটু বড় হবার পর রাসেল কেমন স্বভাবের ছিলেন?
উত্তর: শেখ রাসেল ছিলেন ভদ্র, নম্র, বিনয়ী ও মিষ্টি স্বভাবের।
প্রশ্ন ৩৭ঃ শেখ রাসেল কোন প্রাণী দেখলেই ধরতে যেত?
উত্তর: বড় বড় কালো পিঁপড়া।
প্রশ্ন ৩৮ঃ শেখ রাসেল কালো পিপড়া কে কি বলে ডাকত?
উত্তরঃ ভুট্টো বলে ডাকত।
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ১০০+ প্রশ্ন উত্তর ২০২২ | Sheikh Russell Quiz Competition 100+ Questions Answers 2022
প্রশ্ন ৩৯ঃ শেখ রাসেল কালো পিপড়াকে ভুট্টো বলে ডাকত কেন?
উঃ সে বুঝেছিল জুলফিকার আলী ভুট্টোর মত লোকেরা কালো পিঁপড়ের মতো ভয়ানক।
প্রশ্ন ৪০ঃ আলোকেরই ঝর্ণাধারা প্রকাশনাটি কবে প্রকাশ করা হয় এবং কেন?
উঃ ২০১৪ সালে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে।
প্রশ্ন ৪১ঃ এ সময় এই স্কুলের শিক্ষিকা কে ছিলেন
উত্তরঃ আফরোজা বেগম।
প্রশ্ন ৪১ঃ রাসেল কোন গাড়িতে চড়ে স্কুলে আসতো
উত্তরঃ সাদাসিধে একটা গাড়ি ।
প্রশ্ন ৪২ঃ সেই সময় রাসূলদের স্কুলের প্রিন্সিপাল কে ছিলেন?
উত্তরঃ রাজিয়া মতিন চৌধুরী।
প্রশ্ন ৪৩ঃ রাসেলের স্কুলের শেষ দিন কবে ছিল?
উত্তরঃ.১৪ই আগস্ট ১৯৭৫ সাল।
প্রশ্ন ৪৪ঃ নাসের কাকা রাসেলকে কত টাকার বান্ডিল উপহার দিতেন?
উত্তরঃ 5 টাকা।
প্রশ্ন ৪৫ঃ রাসেলের কত বছর বয়সে তার ভাগ্নে সজীব ওয়াজেদ জয় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ সাত বছর বয়সে।
প্রশ্ন ৪৬ঃ শেখ রাসেলের গৃহ শিক্ষক কে ছিলেন?
উত্তরঃ গীতালি দাশ গুপ্ত।
প্রশ্ন ৪৭ঃ রাসেল কোন খাবার কখনোই খায়নি?
উত্তরঃ কবুতরের মাংস।
প্রশ্ন ৪৮ঃ রাসেল বড় হয়ে কি হতে চেয়েছিল?
উত্তরঃ একজন আর্মি অফিসার।
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ১০০+ প্রশ্ন উত্তর ২০২২ | Sheikh Russell Quiz Competition 100+ Questions Answers 2022
প্রশ্ন ৪৯ঃ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের কোথায় সমাহিত করা হয়েছিল?
উত্তরঃ রাজধানীর বনানীতে।
প্রশ্ন ৫০ঃ যত নামহীন শিশু এখানেই ঝরে যায় কোন কবিতার লাইন?
উত্তরঃ শিশুরক্ত।
প্রশ্ন ৫১ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ছোট রাসেল সোনা বইটি কাদের প্রতি উৎসর্গ করেন?
উত্তরঃ নির্যাতিত মা-বোনদের প্রতি।
প্রশ্ন ৫২ঃ শেখ রাসেল 1971 সালের 17 ডিসেম্বর কখন মুক্তি পায়?
উত্তরঃ সন্ধ্যায়।
প্রশ্ন ৫৩ঃ শেখ মুজিবুর যখন গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে মুক্তি পান তখন শেখ রাসেলের বয়স কত ছিল?
উত্তরঃ চার বছর।
প্রশ্ন ৫৪ঃ মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
উত্তরঃ 11 টি।
প্রশ্ন ৫৫ঃ শেখ রাসেলের গ্রামের বাড়ি কোথায়?
উত্তরঃ গোপালগঞ্জ।
প্রশ্ন ৫৬ঃ শেখ রাসেলদের গৃহপরিচারিকার নাম কি ছিল?
উত্তরঃ রমা।
প্রশ্ন ৫৭ঃ ১৯৭৩ সালে যখন শেখ রাসেল বাবার সঙ্গে জাপান গিয়েছিলেন তখন সফরসঙ্গী হিসেবে কে ছিলেন?
উত্তরঃ শেখ হাসিনা।
প্রশ্ন ৫৮ঃ শেখ রাসেল কেন সামরিক বাহিনীতে যোগদান করার জন্য ইচ্ছুক ছিল?
উত্তরঃ আন্দোলনের কর্মী হতে।
প্রশ্ন ৫৯ঃ বঙ্গবন্ধুর কোন সন্তানের নামে শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করা হচ্ছে?
উত্তরঃ শেখ রাসেল।
প্রশ্ন ৬০ঃ শেখ রাসেল কার সাথে ঘুমাতে অভ্যস্ত ছিল?
উত্তরঃ মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।
প্রশ্ন ৬১ঃ ১৫ আগস্ট বঙ্গবন্ধু পরিবারের কতজন সদস্যকে হত্যা করা হয়?
উত্তরঃ ১৮ জন।
প্রশ্ন ৬২ঃ বঙ্গবন্ধু ফজিলাতুন্নেছাকে কোন দার্শনিক এর গল্প শোনাতেন?
উত্তরঃ বার্ট্রান্ড রাসেলের।
প্রশ্ন ৬৩ঃ শেখ রাসেলের কয়টি বাইসাইকেল ছিল?
উত্তরঃ একটি।
প্রশ্ন ৬৪ঃ শেখ রাসেলের হাসু আপা কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?
উত্তরঃ ১৯৬৭ সালে।
প্রশ্ন ৬৫ঃ হাসু আপার পূর্ণ নাম কি ছিল?
উত্তরঃ শেখ হাসিনা।
প্রশ্ন ৬৬ঃ শেখ রাসেলের প্রিয় সঙ্গী কে ছিল?
উত্তরঃ হাসু আপা।
প্রশ্ন ৬৭ঃ শেখ রাসেল কার চুলের বেনি ধরে খেলতে পছন্দ করত?
উত্তরঃ হাসু আপার।
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ১০০+ প্রশ্ন উত্তর ২০২২ | Sheikh Russell Quiz Competition 100+ Questions Answers 2022
প্রশ্ন ৬৮ঃ শেখ রাসেল যখন জন্মগ্রহণ করেন তখন কোন ঋতু ছিল?
উত্তরঃ শরৎ
প্রশ্ন ৬৯ঃ আমাদের ছোট রাসেল সোনা বইটির প্রচ্ছদ শিল্পী কে?
উত্তরঃ মাসুক হেলাল।
প্রশ্ন ৭০ঃ শেখ রাসেলের ভাগ্নে সজীব ওয়াজেদ জয় কবে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ২৭ জুলাই ১৯৭১।
প্রশ্ন ৭১ঃ সজীব ওয়াজেদ জয় এর পরিচয় কি?
উত্তরঃ সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের নাতী। এছাড়াও তিনি হলেন একজন আইসিটি পরামর্শক এবং রাজনীতিবিদ।
প্রশ্ন ৭২ঃ কোন প্রতিষ্ঠান শেখ রাসেল স্মৃতি পদক প্রদান করে?
উত্তরঃ শেখ রাসেল শিশু কিশোর পরিষদ।
প্রশ্ন ৭৩ঃ শেখ রাসেল ক্রীড়া চক্র কোন ফুটবল লিগ খেলার মাধ্যমে যাত্রা শুরু করে?
উত্তরঃ ১৯৯৫ সালে পাইওনিয়ার ফুটবল লীগ।
প্রশ্ন ৭৪ঃ শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স কে উদ্বোধন করেন?
উত্তরঃ সায়মা ওয়াজেদ পুতুল।
প্রশ্ন ৭৫ঃ শেখ রাসেলের বড় ভাবি কোন বিষয়ে পারদর্শী ছিলেন?
উত্তরঃ অ্যাথলেট।
প্রশ্ন ৭৬ঃ শেখ রাসেল দিবস কত তারিখে পালিত হয়?
উত্তরঃ প্রতিবছরের 18 ই অক্টোবর।
প্রশ্ন ৭৭ঃ কবে শেখ রাসেলের পরিবার মুক্তি পায়?
উত্তর: 17 ডিসেম্বর 1971 সালে।
প্রশ্ন ৭৮ঃ কার নেতৃত্বে শেখ রাসেল বন্ধীজীবন থেকে মুক্তি পায়?
উত্তরঃ মেজর অশোক তারার।
প্রশ্ন ৭৯ঃ শেখ রাসেলের পোষা কুকুরের নাম কি ছিল?
উত্তরঃ টমি।
প্রশ্ন ৮০ঃ কত সালে শেখ রাসেল বাবার সাথে জাপান সফর করেন?
উত্তর ১৯৭৩ সালে।
প্রশ্ন ৮১ঃ শেখ রাসেলের প্রিয় বন্ধুদের নাম কি ছিল?
উত্তরঃ আদিল ও ইমরান।
প্রশ্ন ৮২ঃ শেখ রাসেলের প্রিয় খেলা কি ছিল?
উত্তরঃ ফুটবল ও ক্রিকেট।
প্রশ্ন ৮৩ঃ শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল উদ্বোধন করেন কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ রাসেল ডিজিটাল ল্যাব দ্বিতীয় পর্যায়ের কতটি শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়?
উত্তরঃ পাঁচ হাজার।
শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ১০০+ প্রশ্ন উত্তর ২০২২ | Sheikh Russell Quiz Competition 100+ Questions Answers 2022
প্রশ্ন ৮৫ঃ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কত বছর যাবত শেখ রাসেল দিবস পালন করে আসছে?
উত্তরঃ ২০ বছর।
প্রশ্ন ৮৬ঃ শেখ রাসেলের বড় ভাইয়ের নাম কি?
উত্তরঃ শেখ কামাল।
প্রশ্ন ৮৭ঃ শেখ রাসেল কে প্রিন্স স্যুট কে বানিয়ে দিয়েছিল?
উত্তরঃ মা ফজিলাতুন্নেছা মুজিব।
প্রশ্ন ৮৮ঃ ১৯৭৫ সালের ঘাতক কে?
উত্তরঃ খন্দকার মোশতাক।
প্রশ্ন ৮৯ঃ শেখ রাসেল কত সালে বাবার সাথে রাশিয়া যান?
উত্তরঃ ১৯৭৪ সালে।
প্রশ্ন ৯০ঃ ১৯৭২ সালে রাসেল কোন দেশ সফর করেন?
উত্তরঃ লন্ডন।
প্রশ্ন ৯১ঃ “শেখ রাসেলের কোমল মনে মেধা ও চিন্তাশীলতার মিশ্রণ ছিল” উক্তিটি কার?
উত্তরঃ গৃহশিক্ষিকা গীতালি।
প্রশ্ন ৯২ঃ শেখ রাসেলের চোখের ভাষা কে বুঝতে পারতো?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন ৯৩ঃ ড. এ এম ওয়াজেদ মিয়ার কোন গ্রন্থে শেখ রাসেলের হত্যাকাণ্ডের নির্মম চিত্র ফুটে উঠেছে?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ।
প্রশ্ন ৯৪ঃ শেখ হাসিনাকে নিয়ে নির্মিত কোন প্রামাণ্যচিত্রে শেখ রাসেলের চরিত্রকে ফুটিয়ে তোলা হয়েছে?
উত্তরঃ বুবুর দেশ।
প্রশ্ন ৯৫ঃ মুক্তিযুদ্ধের সময় শেখ রাসেল কি পরিধান করে মুক্তিযোদ্ধা হওয়ার চেষ্টা করতেন?
উত্তরঃ শার্ট-প্যান্ট।
প্রশ্ন ৯৬ঃ শেখ রাসেলের মেজ ভাই শেখ জামাল পেশায় কি ছিলেন?
উত্তরঃ সেনাবাহিনীর কর্মকর্তা।
প্রশ্ন ৯৭ঃ রাসেল তার গ্রামের বন্ধুদের জন্য কোথাথেকে জামা নিয়ে যেত?
উত্তরঃ ঢাকা থেকে।
প্রশ্ন ৯৮ঃ শেখ রাসেল প্রতিদিন কোন সময়ে গণভবনে যেত?
উত্তরঃ বিকেলে।
প্রশ্ন ৯৯ঃ শেখ রাসেলের উপর নির্মিত এনিমেটেড ডকুমেন্টারির নাম কি?
উত্তরঃ বুবুর দেশ।
প্রশ্ন ১০০ঃ শেখ রাসেলের গৃহশিক্ষকের জন্য প্রতিদিন কোন খাবার বরাদ্দ থাকত?
উত্তরঃ মিষ্টি।
প্রশ্ন ১০১ শেখ রাসেলের গৃহশিক্ষকের জন্য প্রতিদিন কয়টি মিষ্টি বরাদ্দ থাকত ?
উত্তরঃ ২ টি।
প্রশ্ন ১০২ঃ শেখ রাসেল কত বছর বয়সে হত্যার শিকার হন?
উত্তরঃ 11 বছর বয়সে।
এই আর্টিকেল টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে কোন অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন, যথাক্রমে সকল কমেন্টের উত্তর দেওয়া হবে।
