প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা পত্রের নমুনা | Sample of Prime Minister Sheikh Hasina's 76th Birthday Wishes Letter
আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বার্তা লিখতে হবে সব স্কুল-কলেজের শিক্ষার্থীদের। পদ্মাসেতুর অর্জনে অনুপ্রাণিত হয়ে অনধিক ১০০ শব্দের শুভেচ্ছা বার্তা লিখতে হবে সব শিক্ষার্থীকে।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করা হয়েছে। আদেশটি সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধান ও জেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
অধিদপ্তর বলছে, সাম্প্রতিককালে আমাদের সবচাইতে বড় অর্জন ‘পদ্মা সেতু'। ‘পদ্মা সেতু’ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপ আমাদের গর্বিত করেছে। তাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা পদ্মাসেতুর অর্জনে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রীর শুভ জন্মদিনে শুভেচ্ছা বার্তা লিখবে। শুভেচ্ছা বার্তাটি ১০০ শব্দের মধ্যে হতে হবে। শুভেচ্ছা বার্তায় পদ্মা সেতু নির্মাণে ও বাংলাদেশের অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ের চিত্র ফুটে উঠবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেরা শিক্ষার্থীদের লেখাগুলো শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা প্রত্যেক শ্রেণি থেকে বাছাইকৃত সেরা লেখা (প্রতি শ্রেণির একটি লেখা) ইমেইলে (28septemberdshe@gmail.com) আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে।
অধিদপ্তর আরও বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন উদযাপনের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা এসব কর্মসূচি পালন করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের শুভেচ্ছা পত্রের নমুনা
শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর পৃথিবীতে এক মহীয়সী নারীর জন্ম হয়। যার নেতৃত্বে দিকভ্রান্ত আওমিনলীগ শক্ত ভিত্তির উপর দাড়িয়েছে এবং বিশ্বের দরবারে মাথা উচু করে আছে। তিনি হলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব ব্যাংক পদ্মা বহুমুখী সেতু নির্মান প্রকল্পে দূর্নীতির অভিযোগ আনে এবং অর্থায়ন বন্ধ করে দেয়। সেই অভিযোগ কানাডার আদালতে মিথ্যা প্রমাণিত হয়। আজ নিজেস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। যে ব্যক্তির কারনে পদ্মা সেতু নির্মান শেষ হয়েছে তিনি হলেন শেখ মুজিবুর রহমান এবং ফজিলাতুন্নেছা মুজিবের জেষ্ঠ্য কন্যা শেখ হাসিনা।
পদ্মা সেতুর নির্মানে রাজধানীর সাথে আজ দক্ষিণ- পশ্চিম অঞ্চলের ২১ জেলার যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। এখন আর লঞ্চের জন্য দাড়িয়ে থাকতে হয়না। পদ্মা সেতু ব্যবহারে দেশের ১.২৩ শতাংশ উৎপাদন বৃদ্ধি পাবে এবং প্রতিবছর ০.৮৪ শতাংশ দারিদ্রতা নিরসন হবে। তার ৭৬তম জন্মদিনে আমাদের প্রত্যাশা থাকবে, তিনি যেন সুস্থ থাকেন। তার হাত ধরে ২০৪১ সালে বাংলাদেশ পদার্পন করুক বিশ্বের উন্নয়ন রাষ্ট্রের কাতারে। তিনি সমগ্র বাঙালি জাতির শেষ ভরসা। আবারও আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।
শুভ জন্মদিন।
২৭/০৯/২০২২
নিবেদক
মোঃ তুহিন
গাংনী মাধ্যমিক বিদ্যালয়
মোল্লাহাট, বাগেরহাট
এই আর্টিকেল টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে কোন অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন, যথাক্রমে সকল কমেন্টের উত্তর দেওয়া হবে।
