শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২২ কিভাবে অংশগ্রহণ করবেন?|How to participate in Sheikh Russell Quiz Competition 2022?

দেশব্যাপী শুরু হতে যাচ্ছে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২২ । ১৮ বছর বয়সী শিশু-কিশোর এতে অংশ নিতে পারবে। সঠিক উত্তর দাতাকে দেওয়া হবে কোর আই ৭ জেনারেশন
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
আসসালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজ আপনাদের কাছে একটা নতুন আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। তাই কথা না বাড়িয়ে চলুন সরাসরি আর্টিকেলটির মুল অংশে প্রবেশ করি। আজকের আর্টিকেল এর মূল বিষয় হলোঃ

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২২ কিভাবে অংশগ্রহণ করবেন?|How to participate in Sheikh Russell Quiz Competition 2022?


শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২২ কিভাবে অংশগ্রহণ করবেন?|How to participate in Sheikh Russell Quiz Competition 2022?



দেশব্যাপী শুরু হতে যাচ্ছে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২২ । ১৮ বছর বয়সী শিশু-কিশোর এতে অংশ নিতে পারবে। সঠিক উত্তর দাতাকে দেওয়া হবে কোর আই ৭ জেনারেশন মানের ল্যাপটপ।

এই প্রতিযোগিতায় ৮ থেকে ১৮ বছর বয়সের মধ্যকার যে কেউ অংশ নিতে পারবেন। এই আয়োজনে অংশ নিতে বয়স ভিত্তিক ‘ক’ ও ‘খ’ নামক ২টি গ্রুপে বিভক্ত করা হয়েছে। নিবন্ধনকারির বয়স গ্রুপ ‘ক’র ক্ষেত্রে ৮ থেকে ১২ বছর এবং গ্রুপ ‘খ’র ক্ষেত্রে ১৩ থেকে ১৮ বছর বয়সসীমা নির্ধারণ করা হয়েছে।

MCQ পদ্ধতিতে সব প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে।

কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে। তবে চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার দেওয়া হবে।

গ্রুপ ‘ক’ ও ‘খ’ দুটো থেকেই ৫ জন করে অর্থাৎ মোট ১০ বিজয়ীর প্রত্যেককে দেওয়া হবে কোর আই ৭ জেনারেশন মানের ল্যাপটপ।

তবে একজন প্রতিযোগী একবারই অংশ নিতে পারবেন। ভুল কিংবা মিথ্যা তথ্য দিয়ে অংশ নিলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে রেজিষ্ট্রেশন করুন

গ্রুপ ক : ৮-১২ বছর
৩০ সেপ্টেম্বর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।
নিবন্ধন লিংক : https://quiz.sheikhrussel.gov.bd/ka_group_registration

গ্রুপ খ : ১৩-১৮ বছর
১ অক্টোবর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।
নিবন্ধন লিংক : https://quiz.sheikhrussel.gov.bd/kha_group_registration

শেখ রাসেল প্রতিযোগিতার পুরস্কার ২০২২

গ্রুপ ক (৮-১২ বছর) : ৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)
গ্রুপ খ (১৩-১৮ বছর) : ৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)


 
শেখ রাসেল অনলাইন কুইজ ২০২২ এ অংশগ্রহণের কি করতে হবে??

আপনি যে গ্রুপে নিবন্ধন করেছেন, যেমন: গ্রুপ ক: ৩০ সেপ্টেম্বর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট এবং গ্রুপ খ: ০১ অক্টোবর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট সময়ের জন্য লগইন করে কুইজে অংশগ্রহণ করতে হবে।

শেখ রাসেল অনলাইন কুইজ ২০২২ এ অংশগ্রহণ করতে হলে প্রোফাইল সম্পাদন (আপডেট) করতে হবে?

কুইজে অংশগ্রহণ করতে হলে আবশ্যিকভাবে কুইজ শুরু হওয়ার পূর্বে আপনাকে প্রোফাইল সম্পাদন করতে হবে। অন্যথায় কুইজে অংশগ্রহণ করতে পারবেন না।

শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ কিভাবে শুরু করতে হবে?

লগইন করার পর ‘কুইজ শুরু করুন’ বাটনে ক্লিক করে কুইজ শুরু করতে পারবেন।

শেখ রাসেল অনলাইন কুইজ কিভাবে শেষ করবো?

কুইজ-এর জন্য নির্ধারিত সময় অতিবাহিত হলে স্বয়ংক্রিয়ভাবে কুইজ শেষ হবে অথবা আপনি চাইলে ‘সাবমিট করুন’ বাটনে ক্লিক করে শেষ করতে পারবেন।

শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২ এ পুনরায় অংশগ্রহণ করতে পারবো কিনা?

আপনি একবার কুইজে অংশগ্রহণ করার পর পুনরায় অংশগ্রহণ করতে পারবেন না।

কুইজে অংশগ্রহণের পূর্বে করণীয় বিষয় কী?

ক। ইন্টারনেট সংযোগ এবং ডিভাইস (মোবাইল/ল্যাপটপ/কম্পিউটার/ট্যাব) সঠিকভাবে কাজ করছে কিনা চেক করে নিন। প্রয়োজনে বিকল্প ডিভাইস ও ইন্টারনেট সংযোগ এর ব্যবস্থা রাখুন। খ। কুইজ প্ল্যাটফর্মে (https://quiz.sheikhrussel.gov.bd) সঠিকভাবে লগইন করতে পারছেন কিনা যাচাই করে নিন। গ। প্রোফাইল আপডেট সম্পন্ন করেছেন কিনা নিশ্চিত হয়ে নিন।

কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের নিমিত্ত ‘কুইজ শুরু করুন’ কখন দেখা যাবে?

কুইজ প্রতিযোগিতা যখন শুরু হবে অর্থাৎ ‘ক’ গ্রুপের ক্ষেত্রে-৩০ সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:০০টায় লগইন করার পর দেখা যাবে। একইভাবে ‘খ’ গ্রুপের ক্ষেত্রে ০১ অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৭:০০টায় লগইন করার পর দেখা যাবে।

সার্টিফিকেট কিভাবে পাওয়া যাবে?

৫ অক্টোবর ২০২২ থেকে ৩০ অক্টোবর ২০২২ এর যে কোন সময় প্রোফাইল থেকে সার্টিফিকেট ডাউনলোড করা যাবে। শুধুমাত্র যারা কুইজে অংশগ্রহণ করেছেন তারাই সার্টিফিকেট পাবেন।

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় কয়টি প্রশ্ন থাকবে?

উভয় গ্রুপে ১০০টি করে প্রশ্ন থাকবে।

কুইজ শুরু করার পর সময় গণনা কিভাবে শুরু হবে?

কুইজ শুরু করুন’ বাটনে ক্লিক করা মাত্রই সময় গণনা শুরু হয়ে যাবে।

সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে যেকোনো সময় কি কুইজে প্রবেশ করা যাবে?

সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে যেকোন সময় কুইজে অংশ নেওয়া যাবে।

কুইজের রেজাল্ট কোথায় পাওয়া যাবে?

১৮ অক্টোবর ২০২২, শেখ রাসেল দিবস-এ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং পরবর্তীতে sheikhrussel.gov.bd ওয়েবসাইট ও ICT Division, DoICT এবং Human Development Media এর ফেসবুক পেইজে শেয়ার করা হবে।

কুইজে একই পরিবারের একাধিক ব্যক্তি অংশ নিতে পারবে?

নিবন্ধনের প্রেক্ষিতে সকলেই কুইজে অংশ নিতে পারবে।

কুইজে কোন নেগেটিভ মার্ক রয়েছে কিনা?

না, কোনো নেগেটিভ মার্ক নাই।

পরীক্ষার লিংক কি দুই গ্রুপের জন্য একই নাকি ভিন্ন ভিন্ন?

হ্যা, একই

নিবন্ধনের সময় তথ্য ভুল থাকলে সংশোধনের প্রক্রিয়া কী?

গ্রুপ, নিবন্ধনে ব্যবহৃত মোবাইল নাম্বার/ইমেইল ও জন্ম তারিখ সংশোধন করা যাবে না। বাকি সকল তথ্য প্রোফাইলে লগ ইন করে পরিবর্তন করা যাবে।

লগইন পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় কী?

নিবন্ধনকারীরা তাদের সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় নিযুক্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারদের সাথে যোগাযোগ করে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন।


এই আর্টিকেল টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে কোন অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন, যথাক্রমে সকল কমেন্টের উত্তর দেওয়া হবে।

About the Author

উইপোকা ব্লগে বিভিন্ন শিক্ষামূলক, বিসিএস প্রস্তুতি, সকল চাকরির সার্কুলার পোস্ট করা হয়। প্রতিটি ব্লগ পোস্টের মাধ্যমে, আমরা একটি ক্রমবর্ধমান অনলাইন ওয়েবসাইট তৈরি করার জন্য কাজ করছি।

Post a Comment

ব্যাকলিংক পাওয়ার উদ্দেশ্য নিয়ে কোন কারণ ছাড়া লিংকিং কমেন্ট করা হলে সেই সকল কমেন্ট অনুমোদন করা হবে না। তবে যুক্তিসঙ্গত কারনে লিংলিংক কমেন্ট করলে সেগুলো যাচাই বাছাই করার পর অনুমোদন করা হবে। তাছাড়া আমরা সবসময় জিরো স্প্যামিং নীতি অনুসরণ করি।উইপোকার সাথে থাকার জন্য ধন্যবাদ

স্বীকারোক্তি

এই ওয়েবসাইটে উপস্থাপিত সমস্ত তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়। পোস্ট লেখার সময় অসাবধানতাবশত আমাদের অনিচ্ছাকৃত ভুল হতে পারে। যেকোনো অপ্রীতিকর ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং কোনো প্রকার ভুল তথ্যের জন্য UiPoka.Com দায়ী নয়।

আপনি যদি কোনো ভুল তথ্য দেখতে পান তাহলে অবিলম্বে আমাদের জানান। আমরা দ্রুত এটি ঠিক করার চেষ্টা করবো। অভিযোগ করতে এখানে ক্লিক করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.