তোমার সাথে আমার যেন দুইবার প্রেম হয় | ভালোবাসার কবিতা
তোমার সাথে আমার যেন দুইবার প্রেম হয়
প্রথমবার যখন আমি তোমার হাত ধরবো
সকল বাঁধা বিপত্তি জয় করবো,
তোমার হাতে হাত রেখে।
দ্বিতীয় বার যখন তুমি আমার হাত ধরবে
আমাকে শক্তি যোগাবে সকল বাঁধা বিপত্তি জয় করতে।
তোমার সাথে যেন আমার দুইবার প্রেম হয়
প্রথমবার যখন আমি তোমার প্রেমে পড়বো,
আমার সমস্ত রঙে তোমায় রাঙাবো
দ্বিতীয় বার যখন আমার কোন রঙ থাকবে না
বিবর্নতা আমাকে গ্রাস করে নেবে
তুমি তখন তোমার রঙে আমাকে রাঙাবে ।
তোমার সাথে যেন আমার দুইবার প্রেম হয়
প্রথম বার যখন আমি আমার রঙিন সানগ্লাসের আড়ালে তোমায় দেখবো
সবার নজর এড়িয়ে ।
দ্বিতীয় বার যখন আমি আমার জীবনের পড়ন্ত বিকেলে
সাদা কাঁচের বাঁধানো চশমায়,
আমার ঝাপসা চোখে তোমায় দেখবো।
তোমার সাথে যেন আমার দুইবার প্রেম হয়
প্রথম বার যখন আমার প্রথম বয়সের প্রেম
আমার সমস্ত আবেগ, রঙিন স্বপ্ন, ইচ্ছে , ভালোলাগা অনুভূতির পূর্ণতা।
দ্বিতীয় বার যখন আমর বয়স ষাট পেরোবে
তুমি ই আমার চোখ হবে
আমার মুখের কথা হবে ,
আমার আঁকড়ে ধরা খরকুটা ,
আমার একাকীত্বে আমার সঙ্গী হবে।
তোমার সাথেই যেন আমার দুইবার প্রেম হয়
শুরু আর শেষের অনুভূতি যেন কখনো হারিয়ে না যায়।।
এই আর্টিকেল টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে কোন অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন, যথাক্রমে সকল কমেন্টের উত্তর দেওয়া হবে। আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান, আমরা সে-সব জানানোর চেস্টা করবো আমাদের সাথে যোগাযোগ
স্বীকারোক্তিঃ UipOka তে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
