পরিক্ষায় বারবার আসা ১৪৪টি গুরুত্বপূর্ণ বাগধারা | বিসিএস প্রস্তুতি

বাগধারা বাংলা ভাষার একটি বিশিষ্ট সম্পদ। একাধিক নির্দিষ্টপদ ধরা-বাঁধা ক্রমে বাক্যে প্রযুক্ত হয়ে সাধারণ অর্থের চেয়েও অতিরিক্ত বিশেষ কোনও অর্থ প্রকাশ ক
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
আস্‌সালামু আলাইকুম! আশা করি আল্লাহ এর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়াই ভালো আছি। আজ আপনাদের কাছে একটা নতুন আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। তাই কথা না বাড়িয়ে চলুন সরাসরি আর্টিকেলটির মুল অংশে প্রবেশ করি। আজকের আর্টিকেল এর মূল বিষয় হলোঃ

পরীক্ষায় বারবার আসা 144টি গুরুত্বপূর্ণ বাগধারা | বিবিএস প্রস্তুতি

পরিক্ষায় বারবার আসা ১৪৪টি গুরুত্বপূর্ণ বাগধারা | বিসিএস প্রস্তুতি



বাগধারা কাকে বলে? বাগধারা অর্থ কি?

বাগধারা বাংলা ভাষার একটি বিশিষ্ট সম্পদ। একাধিক নির্দিষ্টপদ ধরা-বাঁধা ক্রমে বাক্যে প্রযুক্ত হয়ে সাধারণ অর্থের চেয়েও অতিরিক্ত বিশেষ কোনও অর্থ প্রকাশ করে এবং এর সঙ্গে অভিধানে প্রদত্ত অর্থের কোনও সম্পর্ক নাও থাকতে পারে। এই ধরনের পদ প্রয়োগে ইঙ্গিতপূর্ণ সুস্থ অর্থ এবং বক্তব্য বিশেষভাবে প্রকাশ পায়। এই ধরনের পদের প্রয়োগে বক্তব্য বিষয় সংক্ষিপ্ত অথচ রসক হয়ে ওঠে। প্রত্যেক ভাষাতেই ভাব প্রকাশের জন্য এই রকমের বাগধারা আছে। অর্থাৎ বাগধারা কাকে বলে(bagdhara kake bole) তা বলতে বোঝায়, এক বা একাধিক শব্দ যখন বিশিষ্ট একটি অর্থে ব্যবহার করা হয় তখন তাকে বাগধারা বলা হয়।

1. অগত্যা মধুসূদন - অনন্যোপায় হয়ে।
2. অজগর বৃত্তি - আলসেমি।
3. অপোগণ্ড - অকর্মণ্য, অপ্রাপ্ত বয়স্ক, নাবালক।
4. অবরে সবরে - কালে -ভদ্রে।
5. অজগর বৃত্তি - আলসেমি।
6. অশ্বমেধ যজ্ঞ - বিপুল আয়োজন।
7. অচলায়তন - গোরামিপূর্ণ
8. অষ্টরম্ভা - কাঁচকলা, ফাঁকি, কিছুই না।
9. অক্ষয় বট - প্রাচীন ব্যক্তি।
10. অকাল কুষ্মাণ্ড - অপদার্থ।
11. অকালের বাদলা -অপ্রত্যাশিত বাধা।
12. অক্ষরে অক্ষরে -সম্পূর্ণভাবে।
13. অষ্টবজ্র সম্মিলন -প্রতিভাবান ব্যক্তিদের একত্র সমাবেশ
14. অলক্ষ্মীর দশা -দারিদ্র্য
15. অক্ষয়ভাণ্ডার -যে ভাণ্ডারের ধন কখনো ফুরায় না
16. অগ্নিগর্ভ -বলিষ্ঠ
17. অঞ্চলের নিধি - যে সম্পদ আঁচলে ঢেকে সুরক্ষিত রাখতে হয়/সনত্মান
18. অন্ধিসন্ধি -ফাঁকফোকর/গোপন তথ্য
19. আঠারো মাসে বছর - দীর্ঘসূত্রিতা।
20. আঁটকুড়ো - নিঃসনত্মান।
21. আমড়া কাঠের ঢেঁকি-অকেজো লোক/অকর্মণ্য।
22. আসরে নামা -আবির্ভূত হওয়া।
23. আধা খেঁচড়া -বিশৃঙ্খলা
24. আঁচা-আঁচি -পরস্পরের মনের ভাব
25. আগলদার -জমির ফসল আগলানোর বা পাহারা দেয়ার জন্য নিযুক্ত লোক
26. আদিখ্যেতা - ন্যাকামি
27. আস্ত কেউটে - অত্যন্ত বিপজ্জনক লোক
28. ইলশে গুঁড়ি - গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
29. ইয়ারবকসি - বন্ধুবান্ধব
30. ইল্লতে কাণ্ড - নোংরা ব্যাপার / নোংরা কাণ্ড
31. ইতুনিদকুঁড়ে - অলস: দীর্ঘসূত্রীতা
32. উলুখাগড়া - গুরুত্বহীন লোক।
33. উজানের কৈ - সহজলভ্য।
34. উপোসি ছারপোকা - অভাবগ্রস্থ লোক।
35. উপরোধের ঢেঁকি গেলা - অন্যায় আবদার করা
36. উদোমারা - বোকা।
37. উটকো লোক - অচেনা লোক/হঠাৎ অবাঞ্ছিতভাবে এসে
38. ঊনকোটি চোষট্টি - প্রায় সম্পূর্ণ।
39. ঊনপাঁজুরে - অপদার্থ।
40. ঊরুস্তম্ভ - ফোঁড়া জাতীয় রোগ
41. ঊর্মিমালী - সমুদ্র
42. এলেবেলে - নিকৃষ্ট।
43. এক ছাঁচে ঢালা - সাদৃশ্য।
44. একাদশ বৃহস্পতি - মহাসৌভাগ্য/ সৌভাগ্যের লক্ষণ।
45. একা দোকা - নিঃসঙ্গ
46. ওষুধে ধরা - প্রার্থিত ফল পাওয়া।
47. ওষুধ করা - গুণ করা।
48. ওষুধ পড়া - সঠিক ব্যবস্থা নেওয়া।
49. কচ্ছপের কামড় - যা সহজে ছাড়ে না।
50. কলমি কাপ্তেন - দরিদ্র কিন্তু বিলাসী।
51. কাক ভূষণ্ডি - সম্পূর্ণ ভেজা।
52. কাটনার কড়ি - উপার্জন সামান্য।
53. কায়েতের ঘরের ঢেঁকি - অপদার্থ লোক।
54. কিম্ভূতকিমার - অদ্ভুত ও কুৎসিত।
55. কাগুজে বাঘ - মিথ্যা জুজু।
56. কাঁঠালের আমসত্ত্ব - অলীক বস্তু।
57. কুমিরের সান্নিপাত - অসম্ভব ব্যাপার।
58. কূপমণ্ডুক - ঘরকুনো / সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন।
59. কেউ কেটা - সামান্য।
60. কেঁচো গণ্ডূষ - গোড়া থেকে শুরু।
61. কলির সন্ধ্যা - দৌরাত্ম্যের শুরু।
62. কূর্ম অবতার - অলস।
63. কুনো ব্যাঙ - সীমিত জ্ঞান
64. কুম্ভীরাশ্রু - লোক দেখানো কান্না/নকল সমবেদনা
65. খামকাজ - ভুলকাজ।
66. খাবি খাওয়া - ছটফট করা।
67. খুঁটে খাওয়া - ¯ সাবলম্ভি হওয়া।
68. গয়ংগচ্ছ - ঢিলেমি।
69. গোকুলের ষাঁড় - স্বেচ্ছাচারী
70. গণ্ডগ্রাম - বড়গ্রাম।
71. গোঁয়ার গোবিন্দ - কাণ্ডজ্ঞানহীন মানুষ
72. গলগ্রহ - পরের বোঝা হয়ে থাকা
73. ঘাড়ে গর্দানে - অত্যনত্ম মোটা।
74. ঘাড়ার কামড় - দৃঢ় পণ।
75. ঘটিরাম - অপদার্থ
76. চক্ষুদান করা - চুরি করা।
77. চডুই পাখির প্রাণ - ক্ষীণজীবী লোক।
78. চতুর্ভুজ হওয়া - উৎফুল্ল হওয়া।
79. চাঁদের হাট - ধনেজনে পরিপূর্ণ সংসার।
80. চাঁদ-কপালে - ভাগ্যবান।
81. চোখের চামড়া / পর্দা - চক্ষুলজ্জা।
82. চক্ষের পুতলি - আদরের ধন।
83. চর্বিত চর্বণ - পুনরাবৃত্তি।
84. ঢাকের বাঁয়া - অপ্রয়োজনীয়।
85. চোরাবালি - প্রচ্ছন্ন আকর্ষণ
86. ছামনি নাড়া - দৃষ্টি বিনিময়।
87. ছাঁদনা তলা - বিবাহের মণ্ডপ।
88. ছক্কা-পাঞ্জা - ইতঃস্তত করা/ বড় বড় কথা বলা।
89. ছাঁদাবাঁধা - পুজোরপর বা ভোজবাড়ি থেকে ফেরার সময় চাঁদর বা গামছায় খাবার বেঁধে নেয়া
90. জগদ্দল পাথর - গুরুভার।
91. জেলঘুঘু - যে ব্যক্তি বারবার জেল খাটে
92. ঝাঁকের কৈ - এক দলভুক্ত।
93. ঝাড়ে বংশে - সবশুদ্ধ।
94. টুপ ভুজঙ্গ - নেশায় বিভোর।
95. টেণ্ডাই মেণ্ডাই - আস্ফালন।
96. টেঁকে গোঁজা - আত্মসাৎ করা।
97. ঠাটঠমক - হাবভাব, চালচলন
98. ডুমুরের ফুল - অদর্শনীয়।
99. ডামাডোল - গোলযোগ।
100. ডাকাবুকো - দুঃসাহসী
101. ঢেঁকির কুমির - অপদার্থ।
102. ঢেঁকি অবতার - নির্বোধ লোক।
103. ঢেঁকির কচকচি - বিরক্তিকর কথা।
104. ঢাকের কাঠি - তোষামুদে।
105. ঢাকের বায়া - অপ্রয়োজনীয়।
106. ঢুলুঢুলু - তন্দ্রালুতা
107. তামার বিষ - অর্থের কুপ্রভাব।
108. নবমীর পাঁঠা - প্রাণ ভয়ে ভীত ব্যক্তি।
109. তাসের ঘর - ক্ষণস্থায়ী।
110. তেল নুন লকড়ি - মৌলিক প্রয়োজন।
111. তীর্থের কাক - প্রতীক্ষারত।
112. তুর্কি নাচন - নাজেহাল অবস্থা।
113. তুলসী বনের বাঘ - সুবেশে দুর্বৃত্ত।
114. ত্রাহি ত্রাহি - পরিত্রাণ কর বলে চিৎকার
115. তরবেতর - নানারকম
116. থাউকি বেলা - বিকালবেলা
117. দড়ি কলসি - আত্মহত্যার উপায়।
118. দোজবরে - দ্বিতীয়বার যে ছেলে বিয়ে করতে চায়।
119. দড়বড়ে - তাড়াহুড়ো
120. দবকানো - ওপরে ভার চাপানো/উপর থেকে চাপ দেয়া
121. দশবাই চণ্ডী - অত্যনত্ম রাগী স্ত্রীলোক
122. দাঁদুড়ে - অত্যন্ত/দুর্দান্ত
123. দাতাকর্ণ - অত্যন্ত উদার ও দানশীল
124. দায়-দৈব - ছোট বড় সমস্যা
125. দেবদ্বিজ মানা - ধর্মে বিশ্বাস থাকা
126. দোপড়া - এক জায়গায় বিয়ে স্থির হওয়ার পরে কিংবা
127. দক্ষযজ্ঞ ব্যাপার - বিরাট সমারোহ
128. ধর্মের কল - সত্য।
129. ধামাধরা - তোষামোদকারী।
130. ধোপে টেকা - পরীক্ষায় উত্তীর্ণ হওয়া।
131. ধোপার গাধা - পরের জন্য খাটা।
132. ধর্মের ষাঁড় - যথেচ্ছাচারী।
133. ধিনিকেষ্ট - দায়িত্বপালনহীন ব্যক্তি
134. ধোঁকার টাটি - প্রতারণার উপরের আবরণ
135. ধোপার গাধা - ভারবাহী
136. ধড়িবাজ - ধূর্ত ও ফন্দিবাজ
137. ধোপার ভাঁড়ার - প্রচুর জিনিসপত্র যা ব্যবহার করা যাবে না
138. নয়-দুয়ারি - দ্বারে দ্বারে।
139. নারদের ঢেঁকি - বিবাদের বিষয়।
140. নগদ নারায়ণ - নগদ অর্থ।
141. নিরানবক্ষইয়ের ধাক্কা - সঞ্চয়ের প্রবৃত্তি, টাকা জমানোর প্রবৃত্তি।
142. ননির পুতুল - সহজে কাতর, আদরে দুলাল।
143. নন্দভৃঙ্গী - অত্যন্ত আদুরে, অকর্মণ্য
144. ননদী ভুলী - কুকর্মের সঙ্গী


এই আর্টিকেল টি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই আর্টিকেল যদি বুঝতে কোন অসুবিধা হয় অথবা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন, যথাক্রমে সকল কমেন্টের উত্তর দেওয়া হবে। আর নতুুন কিছু জানার থাকলে আমাদের জানান, আমরা সে-সব জানানোর চেস্টা করবো আমাদের সাথে যোগাযোগ


স্বীকারোক্তিঃ UipOka তে উপস্থাপিত সকল তথ্যই দক্ষ ও অভিজ্ঞ লোক দ্বারা ইন্টারনেট থেকে সংগ্রহ করা। যেহেতু কোন মানুষই ভুলের ঊর্দ্ধে নয় সেহেতু আমাদেরও কিছু অনিচ্ছাকৃত ভুল থাকতে পারে। সে সকল ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

About the Author

উইপোকা ব্লগে বিভিন্ন শিক্ষামূলক, বিসিএস প্রস্তুতি, সকল চাকরির সার্কুলার পোস্ট করা হয়। প্রতিটি ব্লগ পোস্টের মাধ্যমে, আমরা একটি ক্রমবর্ধমান অনলাইন ওয়েবসাইট তৈরি করার জন্য কাজ করছি।

Post a Comment

ব্যাকলিংক পাওয়ার উদ্দেশ্য নিয়ে কোন কারণ ছাড়া লিংকিং কমেন্ট করা হলে সেই সকল কমেন্ট অনুমোদন করা হবে না। তবে যুক্তিসঙ্গত কারনে লিংলিংক কমেন্ট করলে সেগুলো যাচাই বাছাই করার পর অনুমোদন করা হবে। তাছাড়া আমরা সবসময় জিরো স্প্যামিং নীতি অনুসরণ করি।উইপোকার সাথে থাকার জন্য ধন্যবাদ

স্বীকারোক্তি

এই ওয়েবসাইটে উপস্থাপিত সমস্ত তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়। পোস্ট লেখার সময় অসাবধানতাবশত আমাদের অনিচ্ছাকৃত ভুল হতে পারে। যেকোনো অপ্রীতিকর ভুলের জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং কোনো প্রকার ভুল তথ্যের জন্য UiPoka.Com দায়ী নয়।

আপনি যদি কোনো ভুল তথ্য দেখতে পান তাহলে অবিলম্বে আমাদের জানান। আমরা দ্রুত এটি ঠিক করার চেষ্টা করবো। অভিযোগ করতে এখানে ক্লিক করুন

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.